thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

২০১৯ সেপ্টেম্বর ২৬ ১০:২৭:৪৯
খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

খুলনা প্রতিনিধি: খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম বিকাশ কুমার দে (৪০)।

র‌্যাবের দাবি, নিহত বিকাশ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে। বিকাশ ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকার বীরেন দের ছেলে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার আশরাফ জানান, বুধবার রাত ১টার দিকে গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় অভিযানে যায়।

এসময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে বিকাশ দে গুলিবিদ্ধ হন।

তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫৫বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিনজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি র‌্যাবের।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর