thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু : কাদের

২০১৯ সেপ্টেম্বর ২৬ ১৭:২৩:৫৩
নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু : কাদের

সিলেট প্রতিনিধি: দেশজুড়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন। এজন্য সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এসময় বলেন, বিএনপির আমল থেকেই দেশে টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তখন তারা নিজেদের দলের কারও বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। বিএনপি যা পারেনি, আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। সেজন্য বিএনপির উচিৎ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ধন্যবাদ দেয়া।

আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে উল্লেখ করে কাদের গঠনমূলক সমালোচনা করতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

এরপর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এছাড়া বিকালে নগরীর রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকের স্মরণে শোকসভায় বক্তব্য রাখবেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর