thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

২০১৯ সেপ্টেম্বর ২৭ ১০:৩৫:৫৩
বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা ইয়াবা পাচারকারী বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির নাফনদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। সে সময় তিন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারালো কিরিস উদ্ধার করেছে।

নিহতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মাদ (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।

সকাল নয়টার দিকে টেকনাফে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাফনদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। সে সময় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর