thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

দুই বছর ঘরে রাখা ধানের ছড়া নিয়ে সমাবেশে রহিম

২০১৯ সেপ্টেম্বর ২৯ ১৭:৫৮:৩১
দুই বছর ঘরে রাখা ধানের ছড়া নিয়ে সমাবেশে রহিম

রাজশাহী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী বিএনপির সমাবেশে প্রবেশ করতে মঞ্চের কাছেই দেখা যায় এক ভিন্ন চিত্র। ধানের ছড়া উপরে তুলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন একজন। পুরো সমাবেশে তার কাছে ছাড়া আর কারো কাছে ধানের ছড়া দেখা যায়নি।

কাছে গিয়ে কথা বলে জানা যায়, তার নাম রহিম মণ্ডল। বাড়ি নওগাঁয়। পেশায় দিনমজুর। বিএনপির কোনো পদে নেই। সমর্থন করেন।

ধান প্রসঙ্গে তিনি জানান, তিনি বিএনপিকে ভালোবাসেন। দুই বছর আগে এই ধানের গুচ্ছ তৈরি করে রেখেছেন। উদ্দেশ্য বিএনপির বড় সমাবেশ হলে ধান নিয়ে সেখানে উপস্থিত হওয়া। তাই দুই বছর ঘরে রাখা একগুচ্ছ ধান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত রাজশাহীর সমাবেশে এসেছেন তিনি।

নওগাঁ থেকে রাত ৩টার দিকে রওনা দেন রহিম। তার বাড়ি থেকে রাজশাহীর সমাবেশ স্থলের দুরত্ব প্রায় ৯০ কিলোমিটার। কখনো গাড়িতে কখনো হেঁটে দুপুর ১২টায় এসে পৌঁছান সমাবেশ স্থলে।

তিনি বলেন, ‘যখন রওনা দিয়েছি তখন কোনো গাড়ি ছিল না। হাঁটতে হাঁটতে যখন সকাল হলো তখনও গাড়ি পাইনি।’

তিনি জানান, ভেঙে ভেঙে রাজশাহী প্রবেশ করার পর শুনলেন গাড়ি বন্ধ। আর কোনো গাড়িতে উঠতে পারেননি। পরে হেঁটে হেঁটে সমাবেশ স্থলে পৌঁছান। শুধু রহিম নয় তার সাথে নওগাঁ থেকে আরো অনেকেই অনেক বাধা অতিক্রম করে সমাবেশে এসেছেন।

রহিম বলেন, ‘বিএনপির কোনো পদে নাই। শুধু সমর্থন করি, অনেক সমস্যার মধ্যে থাকতে হয়।’

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ২২ শর্ত দিয়ে সমাবেশের অনুমতি দেয়া হয়। সমাবেশের কারণে আড়াই হাজার নেতাকর্মী আটক করা হয়।

সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হোসেন মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

উপস্থিত রয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ এমপি, নাদিম মোস্তফা, শ্যামা ওবায়েদ, শাহিন শওকত, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মাহমুদা হামিদা, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলীম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মোরতাজুল করিম বাদরু, তাতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সমাবেশ পরিচালনা করছেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক নেতা রুহুল কুদ্দুস দুলু ও মহানগর বিএপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর