thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চার সহযোগীকে ৩০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন করার চিঠি আ’ লীগের

২০১৯ অক্টোবর ০৩ ২৩:৩৩:০৬
চার সহযোগীকে ৩০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন করার চিঠি আ’ লীগের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সহযোগী চার সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। দলের আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার সহযোগী সংগঠনগুলোর সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

প্রতিটি সংগঠনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ২ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংশ্লিষ্ট সংগঠনের) কাউন্সিল অধিবেশন আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার রাতে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, আগামী নভেম্বরের মধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের জাতীয় সম্মেলন করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনেও তিনি এসব সংগঠনের সম্মেলন করার কথা বলেন।

দ্য রিপোর্ট/ টিআইএম/০৩ অক্টোবর ২০১৯

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর