thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চমেকের ডাক্তার-নার্সদের নোবেল পুরস্কার দেওয়া উচিত: মেয়র নাছির

২০১৯ অক্টোবর ১৬ ১৮:৫১:৫৯
চমেকের ডাক্তার-নার্সদের নোবেল পুরস্কার দেওয়া উচিত: মেয়র নাছির

চট্টগ্রামপ্রতিনিধি: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সীমিত জনবল ও অবকাঠামোর কথা তুলে ধরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘হাসপাতালের অনুমোদিত শয্যা সংখ্যা ১ হাজার ৩০০টি। এই ১৩শ’ শয্যার হাসপাতালে প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ছয়-সাত হাজার রোগীকে সেবা দিতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়? আমি মনে করি যেসব ডাক্তার-নার্স এ সেবা দিচ্ছেন তাদের নোবেল পুরস্কার দেওয়া উচিত।’

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হৃদরোগ বিভাগের ১৫ শয্যার সিসিইউ-২ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

মেয়র সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘ধারণার ওপর নির্ভর করে সংবাদ পরিবেশন করলে মানুষের কাছে ভুল মেসেজ যায়। আপনি যদি শতভাগ নিশ্চিত হন কোনও একজন ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এটা হয়েছে, তাহলে ওই ব্যক্তিকে টার্গেট করতে হবে। ওই ডাক্তারের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন। তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করতে পারেন। ঢালাওভাবে সব ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়। ধারণানির্ভর সংবাদ পরিবেশন করলে মানুষের কাছে ভুল মেসেজ যায়।’

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘বিত্তশালী ধনবান লোকজন বিদেশে গিয়ে চিকিৎসা করায়। কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করানোর সামর্থ্য আছে কতজনের? বেশিরভাগ মানুষের দেশের চিকিৎসকের ওপর নির্ভর করতে হয়। বড় খেলোয়াড়রা সব ম্যাচে ভালো খেলতে পারেন না। কারণ স্নায়ুচাপ। একজন ডাক্তার যদি রোগীর সেবা দিতে গিয়ে চাপ অনুভব করেন তখন চিকিৎসায় ভুল হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মুজিবুল হক খান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. প্রবীর কুমার দাশ, ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ১৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর