thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

'ক্যাম্প চলবে, বাংলাদেশ ভারত সফরে যাবে'

২০১৯ অক্টোবর ২২ ১৬:২৩:১২
'ক্যাম্প চলবে, বাংলাদেশ ভারত সফরে যাবে'

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে আজ বোর্ড সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করছে বিসিবি। বিসিবির পক্ষে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভারত সিরিজের আগেই এমন আন্দোলনকে পূর্বপরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক বলে মনে করেন পাপন।

পাপন বলেন, ‘ভারতে ফুল সিরিজ খেলার জন্য কত অনুনয় বিনয় সবার। সেটা আয়োজন করলাম ঠিক ওই সময়েই ধর্মঘট, ক্যাম্পে যাচ্ছেনা। এটা আমাদের বোঝার বাকি নাই, ওরা কিসের উন্নয়ন চায়। এসব দাবিতো মেনে নেওয়ার মতই। তো ধর্মঘট কেন? ওরা কিন্তু আলোচনা করতে এখনো আসেনি। আমরা ফোন দেই ফোন ধরেনা। এটা পরিষ্কার যে বিশেষ পরিকল্পনা করে এমনটা করা। মূলত আমাদের একজন ডিরেক্টর যেদিন গ্রেফতার হয়েছে সেদিন থেকেই আমার পেছনেও লেগেছে ওই চক্র।’

সাকিব-তামিমদের আন্দোলনের মাঝে ক্রিকেটারদের ভারত সফরের ক্যাম্প চলবে কিনা এমন প্রশ্নে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বোর্ড সভাপতি। পাপনের মতে ক্যাম্প তাঁর নির্ধারিত তারিখেই শুরু হবে। পাপন বলেন, ‘ক্যাম্প চলবে, বাংলাদেশ ভারত সফরে যাবে। আমি দেখতে চাই কারা-কারা ভারত সফরে খেলতে চায়, কারা চায় না।’

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর