thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ব্যারিস্টার নিয়োগ দিলো ক্রিকেটাররা

২০১৯ অক্টোবর ২৩ ১৯:২৮:১৪
ব্যারিস্টার নিয়োগ দিলো ক্রিকেটাররা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ১৩ দফা দাবিতে ধর্মঘটে থাকা ক্রিকেটাররা ব্যারিস্টার নিয়োগ দিয়েছেন। আজ বুধবার সেই আইনজীবীকে নিয়েই সংবাদ সম্মেলনে এসেছেন ক্রিকেটাররা।

নিয়োগকৃত আইনজীবী সুপ্রীম কোর্টের বলে জানা গেছে। তার নাম মোস্তাফিজুর রহমান। তিনি সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পক্ষ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। শুরুতেই তিনি নিজের পরিচয় জানিয়েছেন। এরপর তিনি বলেন ধর্মঘটে থাকা ক্রিকেটাররা তাকে নিয়োগ দিয়েছেন। তিনিই ক্রিকেটারদের পক্ষ থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন।

বিকেল গুলশান-২ এ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকেল ৪টায় ডাক, কুরিয়ার ও ইমেইল যোগে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন। চিঠিতে ১৩টি দাবি উপস্থাপন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর