thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ক্যাসিনোতে পাপন; স্যোশাল মিডিয়ায় তোলপাড়

২০১৯ অক্টোবর ৩১ ১০:৪৭:৫০
ক্যাসিনোতে পাপন; স্যোশাল মিডিয়ায় তোলপাড়

দ্য রিপোর্ট ডেস্ক: যখন বাংলাদেশ ক্রিকেট সবচেয়ে সংকটময় দিন কাটাচ্ছে। যখন বাংলাদেশ ক্রিকেটের নাম্বার ওয়ান তারকা সাকিব আল হাসানকে আইসিসি নিষিদ্ধ করেছে, সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

ছবি দুটিতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন একটি ক্যাসিনোতে খেলছেন। খোঁজ নিয়ে জানা গেছে এই ছবিটি অনেক আগের। এটি সিঙ্গাপুরের মেরিনা বে- ক্যাসিনোর ছবি। সেখানে পাপন নিয়মিত যেতেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওড় হয়েছে।

এ ব্যাপারে পাপনের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, পাপনের ঘনিষ্ঠ বন্ধু ফালুর ক্যাডার এবং খালেদা জিয়ার ছাতি বহনকারী লোকমান হোসেন ভুঁইয়া মোহামেডান ক্লাবে ক্যাসিনো বাণিজ্য করতেন। ক্যাসিনো বাণিজ্যের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হলেও তাকে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে অপসারিত বা অব্যাহতি দেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/অক্টোবর ৩১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর