thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়িবোমা হামলায় নিহত ১৩

২০১৯ নভেম্বর ০৩ ১৭:০৩:২০
তুরস্ক-সিরিয়া সীমান্তে গাড়িবোমা হামলায় নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক: তুরস্ক-সিরিয়া সীমান্তে শনিবার একটি গাড়িবোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, শনিবারের গাড়িবোমা হামলায় কুর্দি অধ্যুষিত সিরিয়ার তেলআবিয়াদ শহরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। খবর রয়টার্সের।

তেলআবিয়াদ শহর আগে কুর্দিদের নিয়ন্ত্রণ থাকলেও সম্প্রতি তুরস্কের সামরিক অভিযানে সেখান থেকে তারা বেশিরভাগই পালিয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ বেসামরকি নাগরিক নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন।

এ হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছেন, আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এটি সম্পূর্ণ ‘অমানবিক হামলা’।

এ হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজি) দায়ী।

তবে এ হামলার দায়ভার এখনও কেউ স্বীকার করেননি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গাড়িবোমা হামলায় নিহত-আহতরা তুরস্কপন্থী যোদ্ধা ও বেসামরিক নাগরিক।

এর আগে গত ৭ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তার ঠিক দুদিন পরই ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে সেনা অভিযান চালায় তুরস্ক।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর