thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বাংলাদেশ সাকিব নির্ভর নয়

২০১৯ নভেম্বর ০৪ ০৬:৩৮:০৮
বাংলাদেশ সাকিব নির্ভর নয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: সবসময় মনে করা হত, বাংলাদেশ মানেই সাকিব আল হাসান। সাকিব আল হাসানের আন্তর্জাতিক খ্যাতিতে বাংলাদেশের সব ক্রিকেটাররাই ম্লান হয়ে থাকতো। মনে করা হত সাকিব না থাকলে বাংলাদেশের ক্রিকেট অর্থহীন হয়ে পড়বে।

ভারত সফরের আগে যখন সাকিবের ওপর নিষেধাজ্ঞা এলো তখন বাংলাদেশের ক্রিকেটের মনোবল অনেক ভেঙ্গে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ যে শুধু সাকিব আল হাসান নয়, তার বাইরেও যে বাংলাদেশে অনেক নতুন প্রতিভা আছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ নতুন করে নিজেদের প্রমাণ করলো। বাংলাদেশ যে ক্রিকেট অন্ত:প্রাণ একটা দেশ যেখানে বাংলাদেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে সেই প্রমাণ বাংলাদেশ এই টি টোয়েন্টিতে রাখলো।

এই খেলাটা শুধু একটা বিজয় নয়, বিজয়ের চেয়ে অনেক কিছু প্রমাণের। বাংলাদেশ প্রমাণ করলো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কোন ব্যক্তি নির্ভর নয় বরং বাংলাদেশ একটি সুসংগঠিত দল।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর