thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

২০১৯ নভেম্বর ০৪ ১২:১৩:১৩
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতব গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিন জন মারা গেছেন। সোমবার (৪ নভেম্বর) ভোররাতে খাসতব গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু এ তথ্য জানান।

নিহতরা হলেন−হামিদা বেগম (৪০), তার ছেলে রাসেল (১৪) ও ভাসুর দেলোয়ার হোসেন (৬৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুপারি বাগান থেকে চোর যেন সুপারি নিয়ে যেতে না পারে সেজন্য গাছের চারপাশের বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন দেলোয়ার হোসেন। সোমবার ভোরে তিনি বিদ্যুৎ লাইন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে বাঁচাতে রাসেল ঘটনাস্থলে এলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর রাসেলের মা ঘটনাস্থলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর