thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে মেয়েদের ইতিহাস

২০১৯ নভেম্বর ০৪ ১৮:৩৫:৩৬
পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে মেয়েদের ইতিহাস

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দল জয়ের দেখা পাচ্ছিল না একদমই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরেছিল প্রথম ওয়ানডেতেও। তবে সফরটা জয় দিয়েই শেষ করল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে আজ ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে রুমানা আহমেদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের করা ২১০ রান বাংলাদেশ পেরিয়ে যায় এক বল বাকি থাকতে। দুই ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

পরপর দুই দিন বড় দুটি সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। আগের দিন দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। যেটি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়।

আজ মেয়েরা জিতল পাকিস্তানে। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের ছেলে কিংবা মেয়েদের দলের প্রথম জয় এটিই।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর