thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘রোহিত শর্মায়’ বিধ্বস্ত বাংলাদেশ

২০১৯ নভেম্বর ০৮ ০৬:১০:২২
‘রোহিত শর্মায়’ বিধ্বস্ত বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: রাজকোটে ইতিহাস গড়তে গিয়ে ইতিহাস হয়ে গেল বাংলাদেশ। ঘূর্ণিঝড় মাহা না আসলেও টাইগারদের উড়ে যেতে হয়েছে রোহিত শর্মা ঝড়ে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামা বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

ফলে সমতায় এসেছে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজ নির্ধারনী ম্যাচে আগামী ১০ নভেম্বর নাগপুরে মুখোমুখি হবে দুই দল। টাইগার ব্যাটসম্যানদের ব্যর্থতা আর পাওয়ারপ্লেতে বোলারদের উইকেট নেয়ার অক্ষমতা- এই দুইয়ে মূলত ম্যাচ হেরেছে বাংলাদেশ।

ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত। নিজের শততম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নেমে অল্পের জন্য পূরণ করতে পারেননি শতক। মাত্র ৪৩ বলে করেছেন ৮৫ রান! এছাড়া আরেক ওপেনার ধাওয়ান করেছেন ৩১ রান।

রাজকোটের উইকেট ব্যাটিং সহায়ক হলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ করেছেন নাইম শেখ। দুইবার সহজ জীবন পেয়েও কাজে লাগাতে পারেনি লিটন। মিনি অলরাউন্ডার খ্যাত মোসাদ্দেক-আফিফরা পারেনি প্রয়োজনে রান করতে।

সিরিজ নির্ধারণী ম্যাচটা এখন পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। দ্বিতীয় ম্যাচে করা ভুল থেকে শিখতে হবে খর্বশক্তির বাংলাদেশকে।

স্কোরবোর্ড
বাংলাদেশ ১৫৩/৬ ওভার ২০
ভারত ১৫৪/২ ওভার ১৫.৪
ফলাফল- ভারত ৮ উইকেটে জয়ী।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর