thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নিহতদের পরিবারকে একলাখ টাকা দেয়ার ঘোষণা মেয়রের

২০১৯ নভেম্বর ১৭ ১৩:২৪:৫৭
নিহতদের পরিবারকে একলাখ টাকা দেয়ার ঘোষণা মেয়রের

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে একলাখ টাকা দেবার ঘোষণা দিয়েছেন।

এবং এই দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন‌্য প্রত‌্যেককে বিশ হাজার টাকা দেয়া হবে বলেও তিনি জানান।

রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটার ব্রিকফিল্ড এলাকায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এসময় সাতজন নিহত হন।

নিহতরা হলেন-ফারজানা (৩২) ও তার ছেলে আতিকুর রহমান (১০), সাদিয়া সুলতানা, প্রসান্ত, নুরল ইসলাম, অ‌্যানি বড়ুয়া। এদের মধ‌্যে ফারজানা তার ছেলে আতিকুরকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। নিহত আরেক জনের পরিচয় এখনো জানা যায়নি।

এই দুর্ঘটনায় আহতরা হলেন- মো. ইউসুফ (৪০), আব্দুল হামিদ (৪০), সন্ধ‌্যা রানী দেবী (৫০), আরিফ (১২), মো. নজির (৬৫), অর্পিতা নাথ (১৬), তিশা গোমেজ (২২), ইসমাইল (৩০), আবু তালেব (৪৫)। তারা সকলেই চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বিস্ফোরণে নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা দেবার ঘোষণা দেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেল। মন্ত্রীর ছোটভাই সালেহীন এই তথ‌্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর