thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চিপসের প্যাকেটে খেলনা, তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০১৯ নভেম্বর ১৭ ১৭:২১:১২
চিপসের প্যাকেটে খেলনা, তদন্তের নির্দেশ হাইকোর্টের

দ্য রিপোর্ট প্রতিবেদক: চিপসের প্যাকেটে খেলনা থাকার বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো. মনিরুজ্জামান। তিনি জানান, আগামী ১৪ দিনের মধ্যে তদন্ত করে বিএসটিআইকে এ বিষয়ে রিপোর্ট দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিপসের প্যাকেটের ভেতরে শিশুখেলনা না ঢুকাতে সংশ্লিষ্ট কোম্পানিদের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বাণিজ্য ও স্বরাষ্ট্রসচিব, এম এম ইস্পাহানি লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিং, ইনগ্রিণ লিমিটেড এর চেয়ারম্যান ও হেড অব মার্কেটিংকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গণমাধ্যমকে আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, শিশুরা চিপস খাওয়ার সময় অবচেতন মনে খেলনাটাও খেয়ে ফেলার চেষ্টা করে। অনেক সময় তাদের পেটের মধ্যে ঢুকে যায়। এটা খুবই অশনি সংকেত। এ কারণে রিট করেছি।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর