thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ডাকাতি করার সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৫

২০১৯ নভেম্বর ২২ ১১:৩২:০১
ডাকাতি করার সময় গণপিটুনিতে নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গণপিটুনিতে আহত ৫ ডাকাতকে অস্ত্র গুলিসহ আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম সোহেল। তিনি চাঁদপুরের হাইমচরের বাসিন্দা।

আহতরা হলেন, কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীম। তাদের পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ডাকাত সোহেলের মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার বাড়ি চাঁদপুরের হাইমচরের। আহত ডাকাত কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীমকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাতে জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে ৬ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতিকালে ছয়জনকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর একজন নিহত হন। অপর আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর