thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

একশো ছাড়ালো ভারতের লিড

২০১৯ নভেম্বর ২৩ ১৪:৪৭:৫১
একশো ছাড়ালো ভারতের লিড

দ্য রিপোর্ট ডেস্ক: ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে দিনের প্রথম সেশনে উইকেটে তুলে নেওয়ার জন্য লড়াই অব্যাহত আছে তাদের।

৩ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে ভারত। বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে দৃঢ়তায় প্রথম ইনিংসে তাদের লিড ১০৭।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ২১৩/৩। কোহলি ৮১ ও রাহানে ৪০ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে শুক্রবার টেস্টের প্রথম দিনে মাত্র ৩০.৩ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার শাদমান ইসলামের ব্যাট থেকে। আর ২৪ রান করে ইনজুরিতে ছিটকে যাওয়া লিটন দাশ এই ম্যাচেই আর খেলতে পারবেন না।

জবাবে ব্যাট করতে নামা ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মাকে দলীয় ৪৩ রানে ফিরিয়ে দেন। এরপর চেতশ্বর পুজারা (৫৫) হাফ সেঞ্চুরিতে চাপ সামলায় ভারত। তবে চতুর্থ উইকেটে বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রানে অপরাপজিত থেকে মাঠ ছাড়েন। বাংলাদেশি বোলারদের মধ্যে এবাদত হোসেন দুটি ও আল-আমিন হোসেন একটি উইকেট পান।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর