thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মুশফিকের অর্ধশতকে খেলা গড়াল তৃতীয় দিনে

২০১৯ নভেম্বর ২৪ ১০:৪৮:৪৮
মুশফিকের অর্ধশতকে খেলা গড়াল তৃতীয় দিনে

দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতা টেস্ট তৃতীয় দিনে গড়িয়েছে এটাই বিস্ময়কর। মুশফিকের অর্ধশতকে দুই দিনে টেস্ট হারার লজ্জাটা এড়ালেও ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে বাংলাদেশের এখনো দরকার ৮৯ রান। হাতে আছে ৪ উইকেট।

গোলাপি বলের টেস্টকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সকল আয়োজন রঙ হারিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য। প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে গুটিয়ে যাওয়াটাই টেস্টের ফলাফল নির্ধারণ করে দিয়েছে ভারতের পক্ষে। এরপর কোহলির টেস্ট ক্যারিয়ারের ২৭ তম সেঞ্চুরি শঙ্কা জাগিয়েছে টানা দ্বিতীয় ইনিংস ব্যবধানে হারের।

দ্বিতীয় দিনের শেষ সেশনে ভারত ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করলে দুই দিনে টেস্ট শেষ হবার শঙ্কা জাগে তীব্রভাবে। সেই শঙ্কা তীব্রতর হয় টাইগার টপ অর্ডারের টানা ব্যর্থতায়। তবে শঙ্কা দূর করে মুশফিক-মাহামুদউল্লাহ্‌। মাহামুদউল্লাহ্‌ ২৯ রান করে চোট পেয়ে মাঠ ছাড়লেও মুশফিক অপরাজিত রয়ে গেছেন ৫৯ রানে।

আগামীকাল মাহামুদউল্লাহ্‌ খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। এর মধ্যে নাজমুল হাসান শান্তকে উড়িয়ে নেয়া হয়েছে কলকাতায়। কাল তাই মাহামুদউল্লাহ্‌র পরিবর্তে নামতে পারেন শান্ত। দিনের শেষ ওভারে তাইজুল আউট না হলে নিসেন্দেহে বাংলাদেশ কালকের দিনটা শুরু করতে পারত ভালোভাবে।

স্কোরবোর্ড
বাংলাদেশ ১৫২/৬
ইনিংস পরাজয় এড়াতে দরকার ৮৯ রান

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর