thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

আজই ফিরছেন ঢাকায় চার ক্রিকেটার

২০১৯ নভেম্বর ২৫ ০৯:৪৯:১২
আজই ফিরছেন ঢাকায় চার ক্রিকেটার

দ্য রিপোর্ট ডেস্ক: ফ্লাড-লাইট আজও জ্বলার কথা ছিল। কিন্তু গোলাপি বলের ঘূর্ণি আর গতির ঝড় ওঠার কথা ছিল ইডেনের বাইশ গজে। অথচ দু’দিন আগেই কী না শেষ হয়ে গেল ম্যাচ, নিভে গেল ফ্লাড-লাইটও।

তাই আজই দেশের বিমানে চড়তে হচ্ছে মুমিনুলদের। রাত ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন। রাত ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকায় আসবেন তারা।

দলের বাকি সদস্যরা আসবেন কাল বা পরশু। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

কলকাতার ঐতিহাসিক টেস্টে তৃতীয় দিনের সকালে ৪৫ মিনিট খেলেই শেষ হয়ে যায় ম্যাচ। তাতে ৪৬ রান ও ইনিংসে হারে মুমিনুলের দল।সিরিজের প্রথম টেস্টে ইন্দোরেও ইনিংসে হারে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর