thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

এস এ গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে সরকার

২০১৯ নভেম্বর ২৮ ১৬:৪২:৪৭
এস এ গেমসে পদক জয়ীদের পুরস্কৃত করবে সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ান দেশগুলোর সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের ১৩তম আসর। ১৭টি ভেন্যুতে এবার সর্বমোট ২৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। যদিও বাংলাদেশ অংশ নিচ্ছে ২৫টি ইভেন্টে।

অন্যদিকে এস এ গেমসে ভবিবলের ইভেন্টনটি চার দিন আগে বুধবার থেকে মাঠে গড়িয়েছে। নারী ভলিবলের উদ্বোধনী ম্যাচে ৩-০ সেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে হিমালয়ের দেশটি। গেমস ভলিবলের দুই বিভাগেই বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ নেপাল। নারী দল হারের পর ছেলেরা খেলতে নামবেন উদ্বোধনী দিনে। প্রতিপক্ষ নেপাল।

এদিকে নেপাল এসএ গেমসে টিম ইভেন্টে জনপ্রতি পুরস্কার পাবে খেলোয়াড়েরা। স্বর্ণ জিতলে ১ লাখ টাকা, রৌপ্য জিতলে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়া ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতলে ছয় লাখ টাকা, রৌপ্য জিতলে তিন লাখ টাকা এবং ব্রোঞ্জ জিতলে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে সরকার।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর