thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

২০১৯ ডিসেম্বর ১০ ১৫:৩২:১৬
সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে কোটালীপাড়া-রাজৈর সড়কের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানীর থানার পুলিশ কনেস্টবল এমদাদুল হক (৩০) ও মোটরসাইকেল চালক কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের শচীন বিশ্বাসের ছেলে রঞ্জিত বিশ্বাস (২৮)। নিহত পুলিশ কনেস্টবল এমদাদুল হকের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফর রহমান জানান, মঙ্গলবার কোটালীপাড়া থানার পুলিশ কনেস্টবল এমদাদুল হক মটর সাইকেলে করে নিজ বাড়ী মাদারীপুর জেলার রাজৈর থেকে কর্মস্থল কোটালীপাড়ায় আসছিলেন। এসময় মটর সাইকেলটি কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীতমুখি দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে পুলিশ সদস্য এমদাদুল হকসহ দু’টি মোটরসাইকেলের ৪জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য এমদাদুল হক ও চালক রঞ্জিত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

মারাত্মত আহত মাদারীপুর জেলার রাজৈর থানার কনেস্টেবল মো: মনির হোসেনসহ দুইজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর