thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের নিলামে আফগান ক্রিকেটার

২০১৯ ডিসেম্বর ১৪ ১৪:১২:৫৫
মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের নিলামে আফগান ক্রিকেটার

দ্য রিপোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজত্ব করছেন আফগান ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর-রহমান, হজরতউল্লাহ জাজাইরা। এবার তাদের সঙ্গে এই টুর্নামেন্টের নিলামে ডাক পেলেন মাত্র ১৫ বছর বয়সী এক আফগান তরুণ। তার ভিত্তি মূল্য ২০ লাখ রুপি ধরা হয়েছে।

কাগজে-কলমে ২০০৫ সালের ৩ জানুয়ারি কাবুলে জন্ম নুর আহমেদের। গত মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচে ৯ উইকেট নেন তিনি। বয়সভিত্তিক দলের হয়েই এমন পারফরম্যান্সে স্কাউটদের নজরে পড়েন তিনি। সেই সুবাদে মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলের কোটি টাকার নিলামে উঠে গেলেন তিনি।

জানা গেছে, আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আগামী বছরের আইপিএলের নিলাম। তার আগে প্রাথমিকভাবে দেশি-বিদেশি মিলিয়ে ৯৯৭ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করলেও গতকাল শুক্রবার তা কমিয়ে চূড়ান্ত তালিকায় ৩৩২ জনের নাম অন্তর্ভুক্ত করে আয়োজকরা। আর এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর