thereport24.com
ঢাকা, বুধবার, ৫ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৫ রমজান 1446

পাক-ভারত গোলাগুলি: ২ ভারতীয় সেনা নিহত

২০১৯ ডিসেম্বর ১৭ ১১:২৬:৩৭
পাক-ভারত গোলাগুলি: ২ ভারতীয় সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: ভারত ও পাকিস্তানের কাশ্মির সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার কাশ্মিরের বন্দিপুর ও রাজৌরির নিয়ন্ত্রণরেখায় গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতীয় বাহিনীর ওপর হামলা চালালে এক সেনা নিহত হয়। আর বন্দিপুরে পাকিস্তানি বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা কর্মকর্তা প্রাণ হারায়। এ ঘটনায় সীমান্তে মুখোমুখি অবস্থান করছে দু’দেশের সীমান্ত রক্ষীরা।

প্রসঙ্গত যে, চলতি বছরের শুরুর দিক থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তাজনা বিরাজ করছে। গত আগস্টে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর এই উত্তেজনা চরম আকার ধারণ করে। এর রেশ ছড়িয়ে পড়ে পাকিস্তান-ভারত সীমান্তে। কিছুদিন পরপরই দুই পক্ষের গোলাগুলিতে নিহতের খবর আসছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর