thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

পাতায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা পলি

২০১৯ ডিসেম্বর ১৭ ১২:০২:৪৮
পাতায়া বিচে উত্তাপ ছড়াচ্ছেন নায়িকা পলি

দ্য রিপোর্ট ডেস্ক: নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের অন্যতম পলি। ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন। অবকাশ যাপনের জন্য কয়েকদিন আগে পলি উড়াল দিয়েছেন থাইল্যান্ডে। সেখানে পাতায়া বিচে দারুণ সময় কাটাচ্ছেন এই নায়িকা।

ভালো লাগার এসব মুহূর্তের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন পলি। এসব ছবি উষ্ণতা ছড়াচ্ছে অন্তর্জালে। শুধু ছবি নয়, টিকটক ভিডিওতে বেশ সাহসীরূপে দেখা যায় তাকে। এগুলো পোস্ট করার পর থেকে অসংখ্য লাইক কমেন্টস করছেন তার ভক্তরা।

এ প্রসঙ্গে পলি বলেন, ‘১০ দিনের জন্য স্বামী-সন্তান নিয়ে পাতায়ায় এসেছি। আগামী ২১ ডিসেম্বর ঢাকায় ফিরব। এখানে দারুণ সময় পার করছি।’

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি। চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওই সময়ের জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন পলি।

পলি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক নম্বর আসামী’। ২০১২ সালে মুক্তি পায় এটি। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর