thereport24.com
ঢাকা, বুধবার, ৫ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৫ রমজান 1446

ট্রাম্পের আগে অভিশংসিত মার্কিন প্রেসিডেন্টরা

২০১৯ ডিসেম্বর ১৯ ১১:২৩:৩৫
ট্রাম্পের আগে অভিশংসিত মার্কিন প্রেসিডেন্টরা

দ্য রিপোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হলেন তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি অভিশংসিত হলেন। এর আগে মাত্র দুইজন মার্কিন প্রেসিডেন্ট এই অবস্থার শিকার হয়েছিলেন। তারা হলেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং এন্ড্রু জনসন। তবে আগেই ক্ষমতা ছেড়ে দেয়ায় এই প্রক্রিয়া থেকে রেহাই পেয়েছিলেন প্রেসিডেন্ট নিক্সন।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ যে মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ করার উদ্যোগ নেওয়া হয়েছিল তিনি হলেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ১৯৯৮ সালে হোয়াইট হাউসের কর্মচারী মনিকা লিউনস্কির সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে বিচার বাধাগ্রস্ত করার অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করার জন্যে ভোট পড়েছিল প্রতিনিধি পরিষদে। তবে এ কারণে তাকে পদত্যাগ করতে হয়নি। দীর্ঘ তদন্ত ও শুনানির পর অবশ্য তিনি শেষ পর্যন্ত রক্ষা পেয়ে যান।

এর আগে এরকম ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট এন্ড্রু জনসনের সঙ্গে। তিনি ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধেও অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছিল। কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ আইন (Tenure of Office Act) লঙ্ঘনের অভিযোগে তিনি প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন।

তবে অভিশংসিত হলেও জনসন কিংবা ক্লিনটন কাউকেই ক্ষমতা ছাড়তে হয়নি। কেননা মার্কিন সিনেটে তাদের দোষী সাব্যস্ত করা হয়নি। সুতরাং, ইমপিচমেন্টের অর্থ এটা নয় যে এর প্রক্রিয়া শুরু হলেই প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

তাছাড়া যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনও পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের কারণে ক্ষমতা ছাড়তে হয়নি। তবে এক মার্কিন প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার উপক্রম হয়েছিল। তিনি রিচার্ড নিক্সন। ১৯৭৪ সালে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন। ধারণা করা হয়, ওই প্রক্রিয়াটি শুরু হলে তাকে হয়তো প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হতো।

বুধবার বিরোধী ডেমোক্রেট-নিয়ন্ত্রিত হাউজে প্রস্তাবটি পাস হবার পর এখন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা এবং তাকে ক্ষমতা থেকে সরানো হবে কি-না তা নির্ধারণ করবে সিনেট। তবে ধারণা করা হচ্ছে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও ট্রাম্পও এ যাত্রায় বেঁচে যাচ্ছেন। কেননা সিনেটে তার দল রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে সেখানে তাকে দোষী সাব্যস্থ করার কোনো সম্ভবনা নেই। এখন পর্যন্ত ট্রাম্পের প্রতি সমর্থন দিয়ে চলেছে রিপাবলিকান দলের সিনেট সদস্যরা। সিনেটে জানুয়ারিতে শুরু হবে ট্রাম্পের বিচার।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর