thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

হাসপাতালে ভুল চিকিৎসার শিকার তামিম

২০১৯ ডিসেম্বর ২০ ১৭:৩১:৪৭
হাসপাতালে ভুল চিকিৎসার শিকার তামিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: লম্বা বিরতির পর তামিম ইকবাল ফিরেছেন বঙ্গবন্ধু বিপিএল দিয়ে। তবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েই জ্বরের কবলে চট্টগ্রাম পর্বে খেলা হচ্ছেনা তামিমের। তবে নতুন সংবাদ হচ্ছে, বাংলাদেশের একটি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার দেশসেরা এই ওপেনার।

তামিমের জ্বর কমেছে ঠিকই, বাসায়ও ফিরেছেন। তবে কুঁচকির চোটের ব্যাপারে জানতে করানো সিটি স্ক্যানেই যত গড়মিল। দেশের অন্যতম বেসরকারি হসপিটালটি তামিমের কুঁচকি নয় স্ক্যান করে কোমরের। রিপোর্ট দেখে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

এমন ঘটনায় বিসিবি চিকিৎসকের পাশাপাশি অবাক হয়েছেন তামিম ইকবালও। জানিয়েছেন পুনরায় করাতে হবে স্ক্যান। ফলে মাঠে ফেরার প্রক্রিয়ায় পড়তে যাচ্ছে কিছুটা হলেও ভাটা। প্রত্যাশিত সময়ের চাইতে লাগতে পারে দুই-একদিন বেশি সময়। ফলে নিজ শহরে খেলার যে ক্ষীন আশা ছিল, তাও একপ্রকার শেষ।

উল্লেখ্য বিশ্বকাপ ব্যর্থতার পর, লঙ্কা সফরের মাশরাফির পরিবর্তে কাপ্তান হিসেবে গিয়েও পূরণ করেছেন ব্যর্থতার ষোলকলা। এরপর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজে ছুটি নেন তামিম। জাতীয় লিগের প্রথম রাউন্ড খেললেও দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসা উপলক্ষে ভারত সফরের দল থেকেও নিজেকে নেন সরিয়ে। চলতি বিপিএল দিয়েই লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে পুরোপুরি ফিরেছিলেন তামিম।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর