thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

২০১৯ ডিসেম্বর ২২ ১১:২৪:৪৭
এটিএম শামসুজ্জামান গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান। ভাইরাল অ্যাটাকের কারণে তিনি স্বাভাবিকভাবে খেতে ও কারও সঙ্গে কথাও বলতে পারছেন না তিনি।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

কোয়েল বলেন, বাবা চলাফেরা করতে পারছেন না এবং কারও সঙ্গে কথাও বলতে পারছেন না। তাই দ্রুত ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, বিএসএমএমইউয়ের নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক রফিকুল ইসলামের অধীনে বর্ষীয়ান এ অভিনেতার চিকিৎসা চলছে।

এর আগে গত ২৫ নভেম্বর এটিএম শামসুজ্জামানকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল। তবে গত ৮ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্রের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর