thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ব্যান্ডের বিভিন্ন যন্ত্রপাতিও চুরি করেছিলেন নোবেল!

২০১৯ ডিসেম্বর ২২ ১৭:০৭:১৭
ব্যান্ডের বিভিন্ন যন্ত্রপাতিও চুরি করেছিলেন নোবেল!

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডের `তুমি’ গানটি `দেশ’ শিরোনামে নিজের ফেসবুক ও ইউটিউবে পোস্ট করার অভিযোগ উঠেছে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া নোবেলের বিরুদ্ধে।

বুধবার নোবেল তার দেওয়া পোস্টটিতে গানটির কথা ও সুর নিজের দাবি করেছিলন। তবে নোবেলের এই দাবি অসত্য উল্লেখ করে ‘অ্যাবাউট ডার্ক’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য পূর্ণ জানিয়েছেন ২০১৬ সালে গানটিতে দুইটি লাইন সংযোজন করে নোবেল। তাকে দল থেকে বের করে দেওয়ার পর আমরা নোবেলের ওই দুই লাইন বাদ দিয়ে গানটি নতুন করে ‘তুমি’ শিরোনামে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছি।`

ব্যান্ড থেকে নোবেলকে বাদ দেওয়ার প্রসঙ্গে পূর্ণ বলেছেন, আমাদের দলের বিভিন্ন যন্ত্রপাতি চুরির অভিযোগে তাকে ব্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছিল।

এদিকে গানের কথা ও সুর প্রসঙ্গে নোবেল এখনো নিজের অবস্থান না করেনি। তবে এর মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামে পোস্ট করা গানটি সরিয়ে ফেলেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর