thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিআরইউ প্রাঙ্গনে মোটর সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা প্রদান

২০১৯ ডিসেম্বর ২৩ ১১:৩২:৫৩
ডিআরইউ প্রাঙ্গনে মোটর সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা প্রদান

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গনে আধুনিক মোটর সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য ৫ লক্ষ টাকা প্রদান করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

২২ ডিসেম্বর ২০১৯, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদ এবং সাবেক সভাপতি ইলিয়াস হোসেনের নিকট চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস. এম. জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ মোঃ শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ্, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলিমুল আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও কার্যনির্বাহী সম্পাদক এস এম মিজান উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর