thereport24.com
ঢাকা, বুধবার, ৫ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৫ রমজান 1446

গভীর খাদে বাস, নিহত ২৪

২০১৯ ডিসেম্বর ২৪ ১১:১৮:৩১
গভীর খাদে বাস, নিহত ২৪

দ্য রিপোর্ট ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে ২৪ যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৩ জন।

মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

ইন্দোনেশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আনতারা জানায়, সোমবার মধ্যরাতে শ্রীবিজয়া কোম্পানির যাত্রীবাহী বাসটি সুমাত্রার ডেম্পো টেংগা জেলা থেকে পাগারালাম শহরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এসময় বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলো।

দুর্ঘটনা সম্পর্কে সুমাত্রা পুলিশের মুখপাত্র ডলি গুমরান মঙ্গলবার এএফপিকে জানান, সোমবার মধ্যরাতে দক্ষিণ সুমাত্রায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এখনও বাসে বেশ কিছু যাত্রী আটকা পড়ে আছেন বলেও ওই মুখপাত্র জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসের উদ্ধার কর্মীরা। মঙ্গলবার সকালেও উদ্ধার তৎপরতা চলছিলো। আহতদের উদ্ধার করার পর পাগারালাম বাসেমাহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি।

ইন্দোনেশিয়ার গ্রামীণ এলাকাগুলোতে অপর্যাপ্ত অবকাঠামো এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে প্রায়ই দেশটিতে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত সেপ্টেম্বরে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ২১ জন নিহত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর