thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

মাশরাফির উদারতায় ম্যাচজয়ী ইনিংস ইমরুলের

২০১৯ ডিসেম্বর ২৭ ১৯:৩০:১২
মাশরাফির উদারতায় ম্যাচজয়ী ইনিংস ইমরুলের

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম লেগে চট্টগ্রামে ঢাকা প্লাটুনকে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ দ্বিতীয় লেগে মিরপুরেও সুবিধা করতে পারল না ঢাকা। চট্টগ্রামের বোলিং তোপের সামনে পড়ে গুটিয়ে যেতে হয় মাত্র ১২৪ রানে। আর এই ছোট্ট লক্ষ্যে খেলতে নেমে বিপর্যয়ের শিকার হয়েছে চট্টগ্রামও।

তবে এড় মাঝেই চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েসকে ‘জীবন’ উপহার দিলেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের বাগধারায় আউট হলেও স্পোর্টসম্যানশিপের কল্যাণে ইমরুলকে আরেকবার ব্যাট করার সুযোগ দেয় মাশরাফি। আর সুযোগ পেয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইমরুল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসের চতুর্থ ওভারে বল হাতে আসেন তরুণ মেহেদী হাসান। ওভারের ৩য় বলে সাজঘরের পাঠায় জুনায়েদ সিদ্দিকীকে। আর ঐ ওভারের পরের বলেই সূচনাপাত হয় ঘটনার। মেহেদী হাসানের করা চতুর্থ বলে ডিফেন্ড করেন ইমরুল কায়েস।

ডিফেন্ড করার পরে ক্রিজ ছেড়ে একটু সামনে এগিয়ে আসেন ইমরুল। সেই সুযোগ নিয়ে ফিল্ডার মুমিনুল হক স্টাম্প ভেঙে দেন। মুমিনুল, বিজয়রা জোরালো আবেদন করেন আম্পায়ারের নিকট। তবে এটা পছন্দ হয়নি ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। আম্পায়ারকে ইশারায় জানিয়ে দেন এটা বিবেচনা করা হোক এটা চাচ্ছেন না তিনি। স্পোর্টসম্যানশিপের নিদর্শন দেখালেন ঢাকা প্লাটুন অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর (১ম ইনিংস শেষে):

ঢাকা প্লাটুন ১২৪/৯ (২০)
তামিম ২১, বিজয় ১৪

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১২৫/৪ (১৮.৪)
ইমরুল ৫৪*

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর