thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

জন্মদিনে যে সেরা উপহার পেলেন সালমান খান

২০১৯ ডিসেম্বর ২৭ ১৯:৪০:০৫
জন্মদিনে যে সেরা উপহার পেলেন সালমান খান

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের শুভ জন্মদিন আজ ।বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। শুক্রবার ৫৪ বছরে পা দিলেন এ সুপারস্টার।

তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন।

আর এবারের জন্মদিনে সেরা উপহার পেয়েছেন তিনি। আজ সালমান খানের ৫৪তম জন্মদিনে তার বোন অর্পিতা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

আর এ ঘটনাকে সেরা জন্মদিন বলে উল্লেখ করেছেন বলি ভাইজান সালমান খান।

বলি বাবলের খবর, বান্দ্রায় ছোট ভাই সোহেল খানের অ্যাপার্টমেন্টে জন্মদিন উৎসবের আয়োজন করেন সালমান। সেখানেই সন্তাসম্ভবা বোন অর্পিতা চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর সালমানের জন্মদিনেই জন্ম নিল ফুটফুটে এক ভাগনি।

অবশ্য এই দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে এমনটাই পরিকল্পনা করে রেখেছিল সালমানের বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মা।

সেভাবে চিকিৎসকের পরিচর্যায় সালমান খানের জন্মদিনটির অপেক্ষা করছিলেন তারা। অবশেষে তাদের ইচ্ছে পূর্ণ হলো। প্রিয় ভাইকে সেরা উপহার দিলেন অর্পিতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অর্পিতাকে। শুক্রবার দুপুরে সেই হাসপাতালেই মা হন তিনি।

মেয়ের জন্মের পরই ইন্সটাগ্রামে সদ্যজাত শিশুর ছবি দিয়ে অভিনেতা আয়ুশ শর্মা জানিয়েছেন, আমার মেয়ের নাম আয়াত শর্মা। মামা বলি সুপারস্টারের জন্মদিনেই জন্ম হলো তার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর