thereport24.com
ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ১০ শাবান 1446

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

২০১৯ ডিসেম্বর ২৯ ১৮:৩৯:৫৮
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ড. আহমদ কায়কাউস বর্তমানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে। এ কারণে তিনি ৩০ ডিসেম্বর ‘সরকারি চাকরি আইন-২০১৮’-এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে যাবেন বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর