thereport24.com
ঢাকা, রবিবার, ৯ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ১০ শাবান 1446

কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

২০১৯ ডিসেম্বর ৩০ ১৫:০২:৫৮
কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী আর নেই। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

একজন দক্ষ কূটনীতিক হিসেবে পরিচিত সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিস ব্যাচের কর্মকর্তা ছিলেন।

দীর্ঘ কূটনৈতিক জীবনে অসংখ্য সাফল্যের পরিচয় দিয়েছেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে কর্মরত অবস্থায় তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগদান করেন।

২০০১ সালে পররাষ্ট্র সচিব থাকাকালে বাংলাদেশের পদুয়াতে বিডিআর-বিএসএফ ‘খণ্ডযুদ্ধে’র সময় বাংলাদেশ-ভারত সম্পর্ককে সহজ করার গুরুদায়িত্ব পড়ে তার ওপর। দক্ষতার সঙ্গে বিষয়টির সমাধান করেন তিনি।

সৈয়দ মোয়াজ্জেম আলীর অন্যতম সাফল্য হচ্ছে, ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কোর কাছ থেকে স্বীকৃতি আদায়। ১৯৯৯ সালে ফ্রান্সে রাষ্ট্রদূত থাকাকালে এই স্বীকৃতি আদায়ে প্রধান ভূমিকা পালন করেন তিনি।

২০০১ সালে পররাষ্ট্র সচিব হিসেবে তিন বছরের চুক্তিবদ্ধ হওয়ার পর ওই বছরের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার প্রথম দিনে ১২ জন সচিবকে পরিবর্তন করা হয়। এদের অন্যতম একজন ছিলেন মোয়াজ্জেম আলী। সেসময় তাকে পররাষ্ট্র সার্ভিস অ্যাকাডেমির দায়িত্ব দেওয়া হয়। ওই বছরের ১ অক্টোবর বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসলে সৈয়দ মোয়াজ্জেমের চুক্তি বাতিল করা হয়।

এর দীর্ঘ ১৩ বছর পর ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে ভারতে নিয়োগ দেন। দীর্ঘ পাঁচ বছর ভারতে দায়িত্ব পালন শেষে সম্প্রতি (ডিসেম্বরে) তিনি দেশে আসেন।

কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, ‘একজন দক্ষ কূটনীতিক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।’

পারিবারিকভাবে ঘনিষ্ঠ বিভিন্ন মন্ত্রী ও সচিবরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৪৪ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ভাইয়ের ছেলে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর