thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন আমলা

২০১৯ ডিসেম্বর ৩০ ১৫:১৬:৪৬
প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন আমলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে দেখা দিয়েছিল তারকা সংকট। আন্দ্রে রাসেল, রাইলি রুশো, শোয়েব মালিক ছাড়া ছিলো না কোনো বিশ্ব তারকা। টুর্নামেন্টের মাঝপথে আসবো না, আসবো না করতে করতেই চলে এসেছেন শেন ওয়াটসন। নতুন বছরের শুরুতেই যোগ দেবেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

আর এবার একদম হুট করেই বিপিএলে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স। একইসঙ্গে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকেও দলে নিয়েছে খুলনা।

সোমবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, আজই দলের সঙ্গে যোগ দেবেন আমের ইয়ামিন। আর আমলা ঢাকায় আসবেন মঙ্গলবার (৩১ ডিসেম্বর)। তারা দুজনই দলের সঙ্গে থাকবেন টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত।

সাধারণত টেস্ট ও ওয়ানডের জন্য বিশেষ পরিচিতি হলেও, টি-টোয়েন্টি ক্রিকেটেও কম যাননি আমলা। বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১২৬ স্ট্রাইকরেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।

অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ অপরিচিতই বলতে হয় ২৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকে। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া ৭০টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে তার নামের পাশে। যেখানে ব্যাট হাতে ৬২৭ রান ও বল হাতে ৫৪ উইকেট শিকার করেছেন আমের।

চলতি বিপিএলে এখনো পর্যন্ত দারুণ খেলছে খুলনা। সাত ম্যাচ খেলে তারা জিতেছে ৫টিতে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৩ জানুয়ারি, সিলেটে। প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ঢাকা প্লাটুন।

খুলনা টাইগার্স স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, হাশিম আমলা ও আমের ইয়ামিন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর