thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

দেব-রুক্মিণী জুটি ভেঙে যাচ্ছে

২০১৯ ডিসেম্বর ৩০ ১৫:৩৭:০৩
দেব-রুক্মিণী জুটি ভেঙে যাচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতার সিনেমায় আলোচিত দেব-রুক্মিণী জুটি ভেঙে যাচ্ছে। রুক্মিণী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন, প্রতিটি ছবিরই নায়ক ছিলেন দেব। তবে ভাঙতে চলেছে দেব-রুক্মিণী জুটি।

সম্প্রতি দেবের জন্মদিনে রুক্মিণী লিখেছিলেন– আমার একমাত্র হিরো দেব। এ পর্যন্ত রুক্মিণী যতগুলো সিনেমায় অভিনয় করেছেন, প্রতিটি ছবিরই নায়ক ছিলেন দেব। চমকে যাওয়ার মতো খবর হলো– আর সেই রকমটা থাকছে না। ভাঙতে চলেছে দেব-রুক্মিণী জুটি।

জানা গেছে, ‘সুইজারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এ সিনেমায় রুক্মিণীর নায়ক হবেন আবির চট্টোপাধ্যায়। জিতের ‘অসুর’ সিনেমাটি মুক্তির পরেই শুরু হবে ‘সুইজারল্যান্ড’ ছবির শুটিং।

রুক্মিণীর সব ছবি ছিল দেবের প্রযোজনা সংস্থা থেকেই। ২০১৭ সালে দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি রুক্মিণীর। এর পর অনেক ছবি উপহার দিয়েছেন তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর