thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

চীনের দিকে নজর ভারতের নতুন সেনাপ্রধানের

২০২০ জানুয়ারি ০১ ১৮:৪৮:১৮
চীনের দিকে নজর ভারতের নতুন সেনাপ্রধানের

দ্য রিপোর্ট ডেস্ক: দায়িত্ব নিয়েই চীনের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধা করার প্রত্যয় জানালেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। তিনি বলেন, চীনা সীমান্তে সমস্যার সমাধানে দক্ষতার বিকাশ ঘটাতে চায় সেনাবাহিনী। সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান ঘটিয়ে শান্তি বজায় রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

চীনের চাম্বি উপত্যকার উত্তরে , ভুটানের হা উপত্যকার পূর্বে এবং ভারতের সিকিম রাজ্যের পশ্চিমে অবস্থিত ডোকলাম অঞ্চলের সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে ভারত ও চীনের । ২০১৭ সালে সেখানে উভয় দেশের সেনারা ৭৩ দিন মুখোমুখি অবস্থান নিয়েছিল। ভারতের দাবি অনুযায়ী, গত কয়েক বছরে অরুণাচল প্রদেশ ও লাদাখে বারবার চীনা সেনারা হানা দিয়েছে।

মঙ্গলবার জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হন নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতের ২৮তম সেনাপ্রধানের দায়িত্ব নিয়ে চৌকস এ কর্মকর্তা বলেন দেশের পশ্চিম সীমান্তে নজরদারির পাশাপাশি উত্তর প্রান্তের দিকেও সমান মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে।

বুধবার নতুন সেনাপ্রধান বলেন, দেশের উত্তর-পূর্বসহ উত্তর সীমান্তের দিকে দক্ষতার বিকাশ ঘটাতে চান তিনি। জেনারেল নারাভানে বলেন, চীনের সঙ্গে সীমান্তরেখা নিয়ে যে প্রশ্ন রয়েছে, তারও সমাধান করা দরকার। তার দাবি, সীমান্তপ্রদেশে শান্তি বজায় রাখার পথে অনেকটাই উন্নতি ঘটানো সম্ভব হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভাল হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর