thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

নতুন বছরে বলিউড তারকাদের বার্তা

২০২০ জানুয়ারি ০১ ১৮:৫০:৩৩
নতুন বছরে বলিউড তারকাদের বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক: পুরোনো বছর বিদায় জানিয়ে শুরু হয়েছে নতুন বছর। লাভ-ক্ষতির হিসাব ভুলে নতুন বছরকে কীভাবে আরো সাফল্যমণ্ডিত করা যায় তার পরিকল্পনায় ব্যস্ত সবাই।

২০২০ সালকে স্বাগত জানিয়ে বিভিন্ন বার্তা দিয়েছেন বলিউড তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বার্তাগুলো নিয়েই এই প্রতিবেদন।

ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বলিউড কিং শাহরুখ খান লিখেছেন: ‘কে কেমন এবং কী করতে হবে অথবা এই বছর এবং ভবিষ্যৎ কীভাবে কাটাবেন তা বলার আমি কেউ নই। আমার নিজেরই অনেক দুর্বলতা রয়েছে। আমি প্রার্থনা করছি আমাদের সকলের ভবিষ্যৎ অনেক সুখকর হবে। আল্লাহ আমাদের প্রতি সহায় হোন। শুভ নববর্ষ।’

অন্যদিকে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন: ‘অরেকটি বছর, আরেকটি উপহার। ২০২০ সাল আমাদের জন্য কী বয়ে নিয়ে আসছে তার অপেক্ষায় আছি। আমার জীবন সৌভাগ্যপূর্ণ করার জন্য সৃষ্টিকর্তাসহ সবাইকে ধন্যবাদ।’

একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ইনস্টাগ্রামে বিপাশা বসু লিখেছেন: ‘শুভ নববর্ষ, চলুন ২০২০ সালকে আমাদের জীবনের সেরা বছর হিসেবে তৈরি করি।’

ইনস্টাগ্রামে ভিডিও ক্লিপ পোস্ট করে প্রীতি জিনতা লিখেছেন: ‘এখন সবাই সুখী ও চমৎকার জীবনযাপন করছেন তা নয়। এমন থাকাটাও ঠিক আছে, কারণ যখন আপনি খারাপ থাকবেন আপনার উপরে ওঠা ছাড়া কোনো পথ নেই। স্থির হোন, ইতিবাচক ভাবুন, নিজেকে ভালোবাসুন এবং সাফল্যের দিকে এগিয়ে যান। মনে রাখবেন, অন্ধকার টানেলের পর আলো থাকে। হয়তো কোথাও এমন কেউ আছেন, যে আপনাকে ভালোবাসে, আপনার যত্ন নেয়। আমি আশা করছি, আমার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপনার চিন্তা ভাবনার বড় পরিবর্তন আনতে পারব। অনেক ভালোবাসা ও শুভ নববর্ষ।’

ইনস্টাগ্রামে সারা আলী খান নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন: ‘সবার আনন্দঘন, শান্তিপূর্ণ, সাফল্যমণ্ডিত ও চমৎকার নতুন বছর কামনা করছি।’

বিরাট কোহলি, সাইফ আলী খান, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের সঙ্গে একটি গ্রুপ ছবি প্রকাশ করে ইনস্টাগ্রামে অভিনেত্রী আনুশকা শর্মা লিখেছেন: ‘শুভ নববর্ষ’।

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ করে দিশা পাটানি লিখেছেন: ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা, সৃষ্টিকর্তা সবাইকে অনেক আশীর্বাদ ও ভালোবাসা দান করুন।’

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর