thereport24.com
ঢাকা, শনিবার, ৮ ফেব্রুয়ারি 25, ২৬ মাঘ ১৪৩১,  ৯ শাবান 1446

আতিকুল-তাবিথ বৈধ, অবৈধ কামরুল

২০২০ জানুয়ারি ০২ ১০:১৯:২৭
আতিকুল-তাবিথ বৈধ, অবৈধ কামরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার সিটি নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত আতিকুল ইসলাম ও বিএনপির তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ে শুরুতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

তবে অবৈধ ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের মনোনয়ন। এছাড়া ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

জাতীয় পার্টির জি এম কামরুল ইসলামের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি করপোরেশনের ভোটার নন। এটা আমরা অনেকবার দেখেছি। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর