thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

মাদরাসা শিক্ষকের কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ

২০২০ জানুয়ারি ০২ ১০:২৭:১৫
মাদরাসা শিক্ষকের কেবিনেটে প্রধান শিক্ষকের ছেলের লাশ

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জের মরাশ জামিয়াতুল মাদরাসা ও এতিমখানা শিক্ষকের তালাবদ্ধ কেবিনেট থেকে মো. আদিল (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

নিহত আদিল ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধসালিয়া গ্রামের মুফতি জোবায়ের আহমেদের ছেলে। মুফতি জোবায়ের আহমেদ মরাশ জামিয়াতুল মাদরাসার প্রধান শিক্ষক।

আটকৃতরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে জোনায়েদ আহমেদ (৩০) ও একই এলাকার জফু মিয়ার ছেলে খাইরুল ইসলাম (২৫)। তারা দুজনই ওই মাদরাসার শিক্ষক।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে মাদরাসাটির প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে আদিল মাদরাসার পাশেই মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। পরে গ্রামবাসী এসে মাদরাসার পুকুরসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মাদরাসার কক্ষে খুঁজতে থাকে।

খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসায় কর্মরত দুই শিক্ষকের চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করেন। তাদের তথ্যের ভিত্তিতে অত্র মাদরাসার সহকারী শিক্ষক জোনায়েদ আহমেদের কক্ষে থাকা কেবিনেট থেকে আদিলের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই শিক্ষক জোনায়েদ আহমেদ ও খাইরুল ইসলামকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০২,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর