thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

ইরাকে আবারো বিমান হামলা : নিহত ৬

২০২০ জানুয়ারি ০৪ ১১:৪৪:৩২
ইরাকে আবারো বিমান হামলা : নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক: শুক্রবার ইরানের কাসেম সুলাইমানিকে হত্যার পর শনিবার ভোরে যুক্তরাষ্ট্র আবার বিমান হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছে।

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে টাজ রোডে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী পপুলার মোবালাইজেশন মোভমেন্টে সদস্যদের গাড়িবহরে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন এই হামলার খবর জানিয়ে বলেছে, ওই গাড়িবহরে মিলিশিয়া বাহিনীর সিনিয়র বা গুরুত্বপূর্ণ কোনো সদস্য ছিলেন না।

বিবিসি, সিএনএন, আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নতুন এই হামলার খবর ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ করলেও বিস্তারিত জানাতে পারেনি।

নতুন করে হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মলনে বলেন, 'যুদ্ধ থামাতেই ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছে, যুদ্ধ শুরু করতে নয়। কারণ সুলাইমানি বহু মানুষকে হত্যা করেছে, আরো বড় হামলা চালাতে সুলাইমানি ইরাক থেকে সিরিয়ার দামেস্কে যাওয়ার সময় হামলা করা হয়।'

প্রসঙ্গত, শুক্রবার ইরাকের বাগদাদের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের বিপ্লবী বাহিনীর অভিজাত অংশ কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়। এরপর থেকে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় আছে যুক্তরাষ্ট্র, উদ্বেগে আছে বিশ্বের অন্য দেশগুলোও।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৪,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর