thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

ইরানের ৫২ লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০২০ জানুয়ারি ০৫ ১১:২১:২৯
ইরানের ৫২ লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

দ্য রিপোর্ট ডেস্ক: তেহরান আমেরিকার কোনও নাগরিক অথবা স্থাপনায় আঘাত করলে দ্রুততম সময়ের মধ্যে ৫২টি ইরানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে জেনারেল সোলাইমানি হত্যার বদলা নেওয়ার ঘোষণা আসার পর তিনি বলেছেন, আমেরিকা এমন ৫২টি স্থাপনা লক্ষ্য করেছে যা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। 'উপযুক্ত সময়ে ও যথাস্থানে' এই হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সৃষ্টি হয়েছে যুদ্ধ-পরিস্থিতি।

এক টুইটবার্তায় ট্রাম্প বলেছেন, ইরান হুঁশিয়ারি দিয়েছে যে তারা মার্কিন সম্পদে আঘাত করবে। কিন্তু এমনটা হলে আমরা দ্রুত এবং মারাত্মকভাবে ইরানের ওপর হামলা চালাবো। এমন ৫২টি স্থাপনা লক্ষ্য করে রেখেছি আমরা। ট্রাম্প বলেন, আমেরিকা কোনও হুমকির মুখোমুখি হতে চায় না।

এদিকে শনিবার বিকেলে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলার খবর পাওয়া গেছে। এছাড়া উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমান ঘাটিতেও রকেট হামলা চালানো হয়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৫,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর