thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

ছয় বলে ৬ ছক্কার রেকর্ড গড়লেন কার্টার

২০২০ জানুয়ারি ০৬ ১১:০৭:৪৯
ছয় বলে ৬ ছক্কার রেকর্ড গড়লেন কার্টার

দ্য রিপোর্ট ডেস্ক: বলে বলে ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন লিও কার্টার। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে রোববার নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষ এই কীর্তি গড়েন ক্যান্টারবারির তারকা ব্যাটসম্যান কার্টার।

ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটির পথে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান উপহার দিয়েছেন চমক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলেন ২৯ বলে ৭০ রানের ম্যাচ জেতানো ইনিংস। তার ইনিংসটি সাতটি ছক্কা ও তিন চারে সাজানো। এক ওভারেই হাঁকান ছয়টি ছক্কা।

নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষ ২২০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেটে ১৫৬ রান করে ক্যান্টারবারি। জয়ের জন্য শেষ ৩০ বলে প্রয়োজন ছিল ৬৪ রান।

১৬তম ওভারে নিউজিল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার অ্যান্টন ডেভিসের বলে একের পর এক বাউন্ডারি হাঁকান কার্টার। ওই ওভারের আগে কার্টারের রান ছিল ১২ বলে ১১। তার ব্যাটিং নৈপূণ্যে নির্ধারিত ওভারের ৭ বল আগেই ৭ উইকেটের জয় পায় ক্যান্টারবারি।

তবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কার চতুর্থ নজির এটি। ২০ ওভারের ক্রিকেটে প্রথম এই কীর্তি উপহার দিয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটির পথে এই ভারতীয় ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডকে উড়িয়েছিলেন ছয় ছক্কায়।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৬,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর