thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

সোলেইমানির জানাজায় লাখো মানুষের ঢল

২০২০ জানুয়ারি ০৬ ১৬:০২:৩৫
সোলেইমানির জানাজায় লাখো মানুষের ঢল

দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত জেনারেল কাসেম সোলেইমানির নামাজে জানাজায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মানুষ মিছিল নিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের জুমার নামাজ প্রাঙ্গনের দিকে অগ্রসর হয় বলে জানা যায়। কেউ কেউ মনে করছেন, এই সংখ্যা কোটি ছাড়িয়ে গিয়েছিল।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সোলেইমানিসহ নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এ নামাজে ইমামতি করেন জেনারেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল আলী খামেনি। এ নামাজের সময় এই নেতার চোখে পানি দেখা যায়।

নামাজে জানাজায় অংশ নিতে ভোররাত থেকে সারা তেহরান থেকে লাখ লাখ মানুষ তেহরান বিশ্ববিদ্যালয়ের জুমার নামাজের চত্বরে আসতে থাকেন। এ সময় জনতার হাতে শহীদ জেনারেল সোলেইমানি ও আবু মাহদি আল-মুহানদিসের ছবি শোভা পাচ্ছিল। তারা ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল নিপাত যাক’, ‘আমার ভাইকে যারা মেরেছে তাদেরকে হত্যা করব’ ইত্যাদি স্লোগান দেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে অনেকে নিজেদের শিশুসন্তান নিয়ে নামাজে জানাজায় অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোলেইমানির জানাজায় প্রচুর মানুষ অংশ নিয়েছিলো। ফলে এই জানাজার নামাজ জনতার সমুদ্রে পরিণত হয়। এত বিশাল লোকসমাগম দেখে মনে হরা হচ্ছে, আজকের জানাজায় ইরানের স্থপতি ইমাম খোমেনির নামাজে জানাজার চেয়ে বেশি লোক অংশ নিয়েছিলেন। এ নিয়ে সন্দেহ করার কোনোই অবকাশ নেই। কেননা ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচণ্ড জনপ্রিয় ছিলেন কাসেম সোলেইমানি।

আজ থেকে ৩০ বছর আগে ১৯৮৯ সালে ইমামের জানাজা অনুষ্ঠিত হয়। ওই নামাজে ৫০ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হয়ে থাকে।

তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে জানাযা শেষে শহীদ সোলাইমানিসহ মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ বাকি যোদ্ধাদের লাশ তেহরানের ইনকিলাব চত্বর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে আযাদি স্কয়ারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে এই বীর কমান্ডারের মরদেহ ইরানের দক্ষিণে ধর্মীয় নগরী কোমে নেয়া হবে।

কোম নগরীতে নামাজে জানাযা শেষে জেনারেল সোলাইমানির লাশ আগামীকাল (মঙ্গলবার) তার জন্মস্থান কেরমান প্রদেশে নেয়া হবে এবং সেখানে শেষ জানাজার পর তার ইচ্ছানুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে গতরাতে শহীদ সোলাইমানির মরদেহ মাশহাদ থেকে তেহরানে এসে পৌঁছায়।

প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিসহ আটজনকে হত্যা মার্কিন সেনারা। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দুই দেশের নেতারা পরষ্পরের বিরুদ্ধে নানা হুমকি ধামকি দিয়ে চলেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৬,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর