thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিয়ের পিঁড়িতে অধিনায়ক জামাল ভূঁইয়া

২০২০ জানুয়ারি ০৬ ১৬:০৫:৪৫
বিয়ের পিঁড়িতে অধিনায়ক জামাল ভূঁইয়া

দ্য রিপোর্ট ডেস্ক: ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে হেরে ডেনমার্ক ফিরে যান জামাল। সেখানে এক প্রকার গোপনেই বিদায় কাজটা সেরেছেন জামাল ভূঁইয়া। জানা গেছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে জামালের বিয়ের অনুষ্ঠান। যদিও কনের নাম, পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি।

জামাল ভূঁইয়ার বিয়ের পর তার ক্লাব সাইফ স্পোর্টিং তাদের ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে বার্তা পোস্ট করেছে।

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। বড়ও হয়েছেন তিনি সেখানে। ডেনমার্কেই থাকেন তার পরিবারের বাকি সব সদস্য। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণেই তিনি খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। তার অধীনেই প্রথম বারের মতো এশিয়ান গেমসের নকআউট পর্বে খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বেও খুব একটা খারাপ করছে না লাল সবুজের প্রতিনিধিরা।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৬,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর