thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

ইরান কত দ্রুত পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারবে?

২০২০ জানুয়ারি ০৭ ১১:০৭:০১
ইরান কত দ্রুত পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারবে?

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৫ সালে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে সরে আসার চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান। সে সময় যুক্তরাষ্ট্রসহ আরো ছয় বৃহৎ শক্তির সঙ্গে এই চুক্তি করেছিল তারা। তবে দেশটির রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস্‌ ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনায় আগের সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে তারা।

এমন অবস্থায় প্রশ্ন উঠেছে যদি ইরান আবার পুরোদমে পরমাণু কর্মসূচি চালাতে থাকে তাহলে কত সময়ের মধ্যে পরমাণু অস্ত্র নির্মাণ করতে সক্ষম হবে।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্য অনুসারে ২০১৫ সালের আগে ইরানের কাছে পরমাণু অস্ত্র নির্মাণের কাঁচামাল পরিশোধিত ইউরেনিয়ামের বিপুল মজুদ রয়েছে। যা দিয়ে অন্তত ১০টি পারমাণু অস্ত্র বানানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, সে সময় ইরান পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম অব্যহত রাখলে দুই/তিন মাসের মধ্যেই তাদের হাতে বিধ্বংসী অস্ত্রটি চলে আসত। তবে লম্বা সময় ধরে পরমাণু অস্ত্র নির্মাণ কার্যক্রম সীমিত রাখার কারণে এখন তাদের অস্ত্রটি তৈরি করতে এক বছর সময় লাগতে পারে। তবে ইরান যদি সব বিধিনিষেধ উপেক্ষা করে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা ২০ শতাংশে উন্নীত করে, তাহলে ছয় মাস বা তারও কম সময়ের মধ্যে এটি করা সম্ভব।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৭,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর