thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ মার্চ 25, ২১ ফাল্গুন ১৪৩১,  ৬ রমজান 1446

ইসরাইলে চিকিৎসা নিচ্ছে আহত মার্কিন সেনারা

২০২০ জানুয়ারি ০৯ ১৬:৩৯:২৪
ইসরাইলে চিকিৎসা নিচ্ছে আহত মার্কিন সেনারা

দ্য রিপোর্ট ডেস্ক: মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামালায় ২২৪ জন মার্কিন সৈন্য আহত হয়েছেন। আহত সৈন্যরা ইসরাইলে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার ইরানি সংবাদ মাধ্যমগুলো এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের এরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই ঘটনায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি দুই শতাধিক সেনা আহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলেও জানানো হয়েছে।

তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন সৈন্য নিহত হওয়ার কথা অস্বীকার করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ০৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর