thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ফরিদপুরে আগুনে পুড়ে প্রাণ গেলো মা-মেয়ের

২০২০ জানুয়ারি ১৯ ১১:৫৩:২৯
ফরিদপুরে আগুনে পুড়ে প্রাণ গেলো মা-মেয়ের

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে ফরিদপুর শহরতলীর পূর্ব বিলমামুদপুরে আজাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিলমামুদপুরে আজাদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরের ভেতর আজাদ মোল্লার স্ত্রী ও মেয়ে আগুনে দগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া বেগমের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মেয়ে আদুরি বেগমকে (৬) উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হলে সেখানে আদুরির মৃত্যু হয়।

আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুন্সি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন সম্রাট জানান, আজাদ-আলেয়া দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে। রাতে ছোট মেয়ে আদুরিকে নিয়ে আলেয়া আলাদা ঘরে ঘুমচ্ছিলেন।

ফরিদপুর ফায়ার সাভির্সের স্টেশন কর্মকর্তা মো. প্রিন্স পাঠান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরের ভেতরে আটকে পড়ায় আলেয়া ও আদুরি দগ্ধ হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভায়। আগুনে বাড়ির দুইটি ঘর পুড়ে গেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. বেলাল হোসেন জানান, ঘটনাস্থলেই দগ্ধ হয়ে আলেয়ার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় মেয়ে আদুরিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

একই রাতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি দোকান। খবর পেয়ে ফরিদপুর ও সদরপুর থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নেভায়।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৯,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর