thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২০ জানুয়ারি ১৯ ২০:১০:২১
এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি গণমাধ্যমকে জানান।

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ক্যানসার ধরা পড়ে।

আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী এন্ড্রু কিশোরের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। তার চিকিৎসায় সব ধরনের সহায়তা করার জন্য সিঙ্গাপুরে বাংলাদেশের দূতাবাসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জানুয়ারি ১৯,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর